আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই দেশের উন্নতি হচ্ছে— বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে (বড়মাঠ) আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।
এ সময় উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার জন্য ঠাকুরগাঁওবাসীর কাছে নৌকা মার্কায় ভোট চান প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ সরকার দেশের উন্নয়ন চায় আর এ জন্য সরকার শিক্ষার্থীদের বিনামূল্যে বই দিচ্ছে— বিশেষ বৃত্তির ব্যবস্থা করা হয়েছে। কৃষকদের জন্য সারের ব্যবস্থা করা হয়েছে।
চিকিৎসা সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিএনপি নেত্রীর সমালোচনা করে তিনি বলেন, খালেদা জিয়া এতিমদের টাকা আত্মসাৎ করে কারাগারে শাস্তি ভোগ করছেন— তার জন্য আন্দোলন কিসের?
এর আগে ঠাকুরগাঁওয়ে পৌঁছে স্থানীয় সার্কিট হাউসে কিছু সময় বিশ্রামের পর দুপুরে জেলা প্রশাসন ও জেলার গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী।
পরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৬৬টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেন শেখ হাসিনা। এর মধ্যে ৩৩টি উন্নয়ন প্রকল্পের ফলক উন্মোচন ও ৩৩টি উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।
বাংলাদেশ বর্ডার গার্ড ঠাকুরগাঁও সেক্টর হেডকোয়ার্টার মাঠে সকাল সাড়ে ১১টায় হেলিকপ্টারে পৌঁছান শেখ হাসিনা।
এদিকে, সফরকে ঘিরে ঠাকুরগাঁও সার্কিট হাউজ, এলজিইডি, সড়ক ভবন, পিটিআই, জেলা আনসার-ভিডিপি, বিদ্যুৎ ভবন, গণপূর্ত ভবনসহ সব সরকারি প্রতিষ্ঠান সেজেছে নতুন রূপে। শহরের রাস্তা সংস্কার করা হয়েছে।