মাগুরা সদর উপজেলার দহরসিংড়া গ্রামে আজ শুক্রবার সন্ধ্যায় ঝড় ও শিলাবৃষ্টিতে আকরাম হোসেন (৫০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ছাড়া বিভিন্ন এলাকায় ১০ জন আহত হয়েছে। তাদেরকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ান জানান, প্রচণ্ড ঝড়ের সময় দহরসিংড়া গ্রামের আকরাম হোসেন স্থানীয় একটি বিলে কাজ করছিলেন। এ সময় উপর্যুপরি শিলাবৃষ্টিতে ঘটনাস্থলেই মারা যান তিনি। এ ছাড়া সদর উপজেলার বেরইল পলিতা, মঘি ও জগদলের বিভিন্ন এলাকায় শিলাবৃষ্টি ও ঝড়ো হাওয়ায় ১০ জন আহত হয়ে মাগুরা সদর হাসপাতালে ভার্তি হয়েছেন। হতাহতের পাশাপাশি ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। সন্ধ্যা ৬টার দিকে এ ঝড় ও শিলাবৃষ্টি হয়।
মাগুরা জেলা প্রশাসক আতিকুর রহমান বলেন, 'ঝড়ে ক্ষতিগ্রস্তসহ হতাহতদের সব ধরনের সহযোগিতা করা হবে। ইতিমধ্যে প্রশাসনের একাধিক দল আক্রান্ত এলাকা পরিদর্শনে গেছে।'