আগামীকাল চাঁদপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তিনি ২৩টি প্রকল্পের উদ্বোধন এবং আরো ২৪টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এছাড়া বিকেলে চাঁদপুর স্টেডিয়ামে দলীয় জনসভায় বক্তব্য দেবেন তিনি। জনসভায় এ উপলক্ষে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। বিলবোর্ড, ব্যানার আর ফেস্টুনে ছেয়ে গেছে পুরো শহর।
আয়োজকরা জানান, সকালে হাইমচরের মেঘনাপাড়েরর চরভাঙ্গা এলাকায় বাংলাদেশ স্কাউটস'এর ষষ্ঠ কমডেকার উদ্বোধন করবেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে চার স্তরের নিরাপত্তা বলয় গড়ে তুলেছে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী।