রাজধানীর মিরপুরের কাফরুল থানার পূর্ব কাজীপাড়ায় একটি পোশাক কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে তিনজন দগ্ধ হয়েছেন। গতকাল রাত তিনটার দিকে সাদিক এমব্রয়েডারি নামে কারখানাটিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে যান এবং এক ঘন্টার চেষ্টায় আগুন নেভান। তবে কী কারণে আগুন লেগেছে তা জানা যায় নি। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করানো হয়েছে।
দগ্ধরা হলেন- মাইনুদ্দিন, আল-আমিন ও মাসুম। তাদের যথাক্রমে ৮৩ শতাংশ, ৭৫ শতাংশ ও ৮০ শতাংশ পুড়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। এ বিষয়ে ঢামেকের বার্ন ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল বলেন, দগ্ধদের অবস্থা সঙ্কটাপন্ন। তাদের শ্বাসনালী পুড়ে গেছে। আমরা চেষ্টা করছি সর্বোচ্চ চিকিৎসা দেয়ার।