প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেসরকারি খাতের তফসিলি সব ব্যাংক মালিকদের সঙ্গে গণভবনে বৈঠকের আয়োজন করেছেন । বৈঠকে ব্যাংকের চেয়ারম্যানসহ পরিচালনা পর্ষদ সদস্যরা উপস্থিত থাকবেন।
আজ মঙ্গলবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।জানা গেছে, প্রধানমন্ত্রী নিজেই ব্যাংকের উদ্যোক্তাদের ডিনারের নিমন্ত্রণ জানিয়েছেন। এদিন সন্ধ্যার পর প্রধানমন্ত্রীর সঙ্গে তাদের বৈঠক এবং ডিনার করার কথা রয়েছে। সে সময় ব্যাংক খাতে সৃষ্ট সংকট নিরসনে নানা দিকনির্দেশনা দিবেন তিনি।ব্যাংক মালিকদের দাবি, ব্যাংক খাতে চরম আর্থিক সঙ্কট শুরু হয়েছে। তারল্য সঙ্কটের কারণে সুদের হার দুই ডিজিটে পৌঁছেছে। এ অবস্থায় সঙ্কট মেটাতে সরকারি আমানত চাওয়া ও সিআরআর কমানোসহ ব্যাংক মালিকরা বিভিন্ন দাবি জানিয়ে আসছেন। এমন পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যাংক মালিকদের ডেকেছেন।