টাঙ্গাইল-৪ কালিহাতী আসনে স্বতন্ত্র প্রার্থী ও আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে নয়টায় তাঁকে চিকিৎসকদের পরামর্শে হাসপাতালে নেওয়া হয়। লতিফ সিদ্দিকীর শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। মেডিকেল টিম স্বাস্থ্য পরীক্ষা করে তাঁকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন। কিন্তু তিনি রাজি হননি। সকালে তাঁর অবস্থার আরও অবনতি হলে দ্রুত তাঁকে অ্যাম্বুলেন্সে করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হয়।গাড়িবহরে হামলার প্রতিবাদে বুধবার (১৯ ডিসেম্বর) চতুর্থ দিনের মতো অবস্থান ধর্মঘট পালন করছিলেন তিনি।
টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. শরীফ হোসেন খান জানান, মঙ্গলবার (১৮ ডিসেম্বর) সকালে লতিফ সিদ্দিকীর চিকিৎসা সেবায় ৮ সদস্য বিশিষ্ট একটি মেডিকেল টিম গঠন করা হয়।
ওইদিন মেডিকেল টিম তার স্বাস্থ্য পরীক্ষা করে। শ্বাস কষ্টসহ নানা সমস্যায় ভূগছেন তিনি। পরে আজ সকালে তার স্বাস্থ্যের অবনতি হলে দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়।