সৌদি প্রবাসীর বিয়ে বন্ধ করোনার আতঙ্কে

সৌদি প্রবাসীর বিয়ে বন্ধ করোনার আতঙ্কে

সৌদি আরব প্রবাসীর বিয়ে বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

নারায়ণগঞ্জের বন্দরের  কলাগাছিয়া এলাকায় বৃহস্পতিবার সকালে ঘটনা ঘটে। বরের নাম জাকির হোসেন (২৭) তিনি বন্দরের কলাগাছিয়া এলাকার আবদুল কুদ্দুসের ছেলে।গত ১৪ মার্চ জাকির হোসেন সৌদি আরব থেকে দেশে ফেরেন।

আগামীকাল শুক্রবার স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে তার বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া কথা ছিল। কিন্তু করোনাভাইরাস আতঙ্কে দেশে সব জমায়েত বন্ধ থাকায় বিয়েতে আমন্ত্রিত অতিথিরা যেন অনুষ্ঠানে সমাগম করতে না পারে, জন্য মোবাইল কোর্টের মাধ্যমে বিয়েটি বন্ধ করে দেয়া হয়েছে।

বন্দর উপজেলা নির্বাহী অফিসার শুক্লা সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সৌদি আরব প্রবাসী জাকির হোসেনের সঙ্গে একই এলাকার এক পাত্রীর শুক্রবার বিয়ে হওয়ার কথা ছিল। খবর পেয়ে ওই বাড়িতে গিয়ে আমরা তাদের পরিস্থিতি বুঝিয়ে বলি। বর কনে পক্ষ আমাদের অনুরোধে তাদের কার্যক্রম বন্ধ করে দিয়েছে। আপাতত ১৪ দিন আগে বিয়ের অনুষ্ঠান না করার অঙ্গীকার করেছেন তারা।