বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান টেড্রস আধানম গ্যাব্রিয়েসুস আশা প্রকাশ করছেন দুই বছরের মধ্যে করোনাভাইরাস মহামারীর অবসান হতে পারে।
সুইজারল্যান্ডের জেনেভায় গতকাল শুক্রবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান নিয়মিত ব্রিফিংয়ে বলেন, ১৯১৮ সালের স্প্যানিশ ফ্লু মহামারি শেষ হতে দুই বছর সময় লেগেছিল। তবে, বর্তমান সময়ের উন্নত প্রযুক্তি ও বিজ্ঞানের অগ্রগতির কারণে করোনাভাইরাসজনিত মহামারি ঠেকাতে ‘তুলনামূলক কম সময়’ লাগতে পারে বলে তিনি আশা প্রকাশ করেন। সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
ব্রিফিংয়ে গেব্রিয়েসুস বিভিন্ন দেশে ব্যক্তিগত সুরক্ষা উপকরণ (পিপিই) নিয়ে যেসব দুর্নীতির অভিযোগ পাওয়া যাচ্ছে তা নিয়েও হতাশা ব্যক্ত করেন। “যে কোনো ধরনের দুর্নীতিই অগ্রহণযোগ্য। তারমধ্যে পিপিই নিয়ে দুর্নীতি। আমার কাছে এটি হত্যাকাণ্ডের মতো ব্যাপার। কেননা, যদি স্বাস্থ্য কর্মীরা পিপিই ছাড়া কাজ করেন, তাহলে তাদের এবং তারা যাদের সেবা দেবেন তাদেরও জীবন ঝুঁকিতে পড়বে,” বলেছেন তিনি।
বিবিসি জানিয়েছে, সাম্প্রতিক সময়ে দক্ষিণ আফ্রিকায় পিপিই নিয়ে দুর্নীতির অভিযোগ বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করলেও আরও অনেকগুলো দেশেই মহামারীর মধ্যে সুরক্ষা উপকরণ ও ওষুধ-চিকিৎসা নিয়ে দুর্নীতির খবর পাওয়া গেছে।
ডব্লিউএইচওর জরুরি বিষয়ক কার্যক্রমের প্রধান মাইকেল রায়ান বলেন, ১৯১৮ সালের মহামারি তিন ধাপে এসেছিল এবং দ্বিতীয় দফায় যখন ১৯১৮ সালের শীতে এটি মাথা চাড়া দিয়ে ওঠে, সেটা সবচেয়ে ভয়ঙ্কর ছিল। কিন্তু করোনাভাইরাসের ক্ষেত্রে সেরকম গতিপ্রকৃতি দেখা যাচ্ছে না বলে জানান মাইকেল রায়ান।