ইভ্যালির প্রতারণা, ৩৯ লক্ষ টাকাসহ আটক তিনজন

ইভ্যালির প্রতারণা, ৩৯ লক্ষ টাকাসহ আটক তিনজন

ইভ্যালির নামে টাকা নিয়ে সময়মতো গ্রাহকের চাহিদানুযায়ী পণ্য না দেয়াসহ নানা অভিযোগে তিনজনকে আটক করেছে প্রশাসন।

 সোমবার দুপুরে উপজেলার পারিল বাজার এলাকায় প্রতিষ্ঠানটির স্থানীয় কার্যালয়ে অভিযান চালানো হয় আটক হওয়া তিনজন হলেন ব্যবস্থাপক বিপ্লব হোসেন (২৪), সহকারী ব্যবস্থাপক রবিদুল ইসলাম (২৭) এবং অফিস সহকারী জামাল হোসেন (৩৮) তাঁদের কাছ থেকে প্রায় ৩৯ লাখ টাকা জব্দ করা হয়

 

এলাকাবাসী সূত্রে জানা গেছে, পণ্য কিনলেই অর্থ ফেরতের অস্বাভাবিকক্যাশব্যাকঅফার দিয়ে ব্যবসা করে আসছে -ভ্যালি প্রায় সাত মাস আগে সিঙ্গাইরের পারিল বাজারে একটি দ্বিতল ভবনে-ভ্যালি -কমার্সনামে একটি অফিস খোলা হয় পণ্য কিনলে ১০০ থেকে ১৫০ শতাংশ পর্যন্ত অর্থ ফেরত দেওয়ার লোভনীয় অফার দিয়ে গ্রাহকদের কাছ থেকে টাকা নিয়ে আসছিলেন প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীরা কিন্তু টাকা পরিশোধ করার পরও নির্ধারিত সময়ে পণ্য সরবরাহ না করে গ্রাহকদের সঙ্গে প্রতারণা করে আসছিলেন তাঁরা এলাকাবাসী ভুক্তভোগীদের কাছ থেকে এমন অভিযোগ পেয়ে সোমবার বেলা দুইটার দিকে পুলিশ নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুনা লায়লা পারিল বাজারে যান

 

ইউএনও রুনা লায়লা বলেন, অভিযানের খবর পেয়ে প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক হেনা আক্তার তাঁর স্বামী কামাল হোসেন পালিয়ে যান আর পালানোর প্রস্তুতির সময় প্রতিষ্ঠানের ব্যবস্থাপকসহ তিনজনকে আটক করা হয় সময় নগদ ৩৮ লাখ ৮৯ হাজার ৩০০ টাকা জব্দ করা হয়

 

ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেল বিষয়ে বলেন, ওই তিনজনের কেউই ইভ্যালির সঙ্গে কোনোভাবে সম্পৃক্ত না। তাদের কাছে ইভ্যালি কর্তৃপক্ষ প্রদত্ত কোনো বৈধ নিয়োগপত্রও পাওয়া যাবে না।তারা ইভ্যালির প্রাতিষ্ঠানিক সুনাম ব্যবহার করে নিজেদের স্বার্থ হাসিল করতে চেয়েছে মাত্র।

 

উপজেলা প্রশাসন বলছে, এসব টাকা গ্রাহকদের কাছ থেকে সংগ্রহ করেছে -ভ্যালি অর্থ ফেরতের লোভনীয় অফার দেওয়া হলেও গ্রাহকদের পণ্য দেওয়া হয়নি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে