মারা গেলেন প্রণব মুখার্জি, বাংলাদেশে রাষ্ট্রীয় শোক ঘোষণা

মারা গেলেন প্রণব মুখার্জি, বাংলাদেশে রাষ্ট্রীয় শোক ঘোষণা

গতকাল ভারতের নয়াদিল্লির আর্মি রিসার্চ অ্যান্ড রেফারাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভারতের সাবেক রাষ্ট্রপতি  প্রণব মুখোপাধ্যায় মারা যান।

প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুতে শ্রদ্ধা জানিয়ে আগামীকাল বুধবার এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে বাংলাদেশ সরকার এদিন দেশে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে গতকাল সোমবার রাতে প্রধানমন্ত্রীর কার্যালয় এই সিদ্ধান্তের কথা জানায়

এর আগে গত আগস্ট রাতে দিল্লির বাড়িতে বাথরুমে পড়ে গুরুতর আহত হন তিনি। পর দিন সকাল থেকে তাঁর স্নায়ুতে কিছু সমস্যা দেখা দেয়। চিকিৎসকদের পরামর্শে দ্রুত ভর্তি করা হয় হাসপাতালে। হাসপাতালে ভর্তির পর ধরা পড়ে তিনি করোনাভাইরাসে আক্রান্ত। এমআরআই করে দেখা গেছে তাঁর মাথার ভেতর রক্ত জমাট বেঁধে রয়েছে। জরুরি ভিত্তিতে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। কিন্তু অস্ত্রোপচারের পর অবস্থার উন্নতি হয়নি। ১৩ আগস্ট থেকে তিনি গভীর কোমায় চলে যান। দীর্ঘ দিন ধরে ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন প্রবীণ এই ভারতীয় রাজনীতিবিদ

 

এদিকে প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার শিরীন শারমিন চৌধুরী গভীর শোক প্রকাশ করেছেন। রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেছেন, প্রণব মুখার্জির মৃত্যু ভারতীয় উপমহাদেশের রাজনীতির জন্যই একঅপূরণীয় ক্ষতি