বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার অভিযোগ গঠন হবে আজ মঙ্গলবার। ঢাকার দ্রুতবিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামানের আদালত আলোচিত এই হত্যা মামলার অভিযোগ গঠনের কথা রয়েছে।
গত ২ সেপ্টেম্বর ২৫ আসামির মধ্যে গ্রেপ্তার ২২ জনের উপস্থিতিতে অভিযোগ গঠনের শুনানি শুরু হয়। ওইদিন মোট ১৩ আসামির অভিযোগ গঠনের বিষয়ে শুনানি শেষ হয়। পরে ৯ সেপ্টেম্বর বাকি ৯ জনের অভিযোগ পড়ে শোনানো শেষে অভিযোগ গঠনের জন্য এ দিন ধার্য করেন আদালত।
গত বছর ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরে বাংলা হলে আবরারকে পিটিয়ে হত্যা করা হয়। পরদিন চকবাজার থানায় ১৯ জনকে আসামি করে হত্যা মামলা করেন নিহত আবরারের বাবা। ১৩ নভেম্বর ২৫ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।