আকলিমা বেগম (২৫) নামের এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে রাজশাহীর বাঘায়। গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ সোমবার দুপুরে। আকলিমা বেগম বাজুবাঘা ইউনিয়নের ঢাকা চন্দ্রগাথী গ্রামের দিনমজুর আসকান আলীর স্ত্রী।
বাজুবাঘা গ্রামের একজন বলেন, আকলিমা বেগম দীর্ঘদিন থেকে মানসিক রোগে ভুগছিলেন। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। মেয়ের বিয়েও দেওয়া হয়েছে। তার স্বামী মাস খানেক আগে কাজের জন্য বাইরে গিয়েছিল। তিনি জানান,মানসিক রোগ সহ্য করতে না পেরে আত্মহত্যা করতে পারে।
আকলিমা বেগম সোমবার সকালে বাড়ির পাশে এক আমগাছের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে ঝুলছিল। পরে পুলিশকে খবর দেওয়া হলে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।
এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ - আ.ফ.ম আশাদুজ্জামান বলেন, লাশ ময়নাতদন্তেরর জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে সঠিক কারণ জানা যাবে। এ বিষয়ে একটি মামলা হয়েছে।