চট্টগ্রামের পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নের আজিমপুর এলাকায় কৃষিজমিতে এক অজ্ঞাতনামা যুবকের মৃতদেহ পাওয়া গেছে। বৃহস্পতিবার সকালে কৃষকেরা সড়ক থেকে প্রায় ৫০-৬০ হাত দূরে পানিসেচের নালার পাশে লাশটি পড়ে থাকতে দেখেন এবং পুলিশে খবর দেন। নিহত যুবকের হাত-পা ও মুখ গামছা এবং বেল্ট দিয়ে বাঁধা ছিল, এবং তার পরনে জিনসের প্যান্ট ও জ্যাকেট ছিল।
পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম জানিয়েছেন, ঘটনা রাতের দিকে ঘটে থাকতে পারে। সকাল ৮টার দিকে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে পৌঁছান এবং যুবকের বয়স আনুমানিক ৩০ বছর হতে পারে বলে ধারণা করছেন। তবে, যুবকটির মৃত্যু কীভাবে হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। পুলিশের বিশেষ দল ঘটনাটি তদন্ত করছে এবং বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে।