স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে সোনা ছিনতাইয়ের অভিযোগ

স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে সোনা ছিনতাইয়ের অভিযোগ
রাজধানীর হাজারীবাগে দুর্বৃত্তদের গুলিতে এক স্বর্ণ ব্যবসায়ী আহত হয়েছেন এবং তাদের বিরুদ্ধে ৭০ ভরি সোনা ও চার লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনা ঘটেছে গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে, যখন সজল রাজবংশী (৩৭) বাড়ি ফিরছিলেন। গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সজলের ভাই জয় রাজবংশী জানান, সজল কামরাঙ্গীরচর এলাকার ইতি জুয়েলার্সের মালিক এবং সেদিন রাতে জুয়েলারি দোকান বন্ধ করে ৭০ ভরি সোনা এবং চার লাখ টাকা নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। বাড়ি ফেরার পথে কিছু হেলমেট পরা দুর্বৃত্তরা তাঁর পথ রোধ করে এবং ফাঁকা গুলি করার পর বাঁ পায়ে গুলি করে তাঁর ব্যাগ ছিনিয়ে নেয়। সজল রাজবংশী পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে উন্নত চিকিৎসার জন্য একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়।