এবারের বইমেলায় থাকবে না পলিথিন

এবারের বইমেলায় থাকবে না পলিথিন
এবারের অমর একুশে বইমেলা পলিথিন ও পলি-প্রোপাইলিন মুক্ত হতে যাচ্ছে। মেলার পরিবেশ সুরক্ষিত রাখতে এবার থেকে কোনো ধরনের পলিথিন বা পরিবেশের ক্ষতি করা ব্যাগে বই বিক্রি করা যাবে না। একই সঙ্গে, একবার ব্যবহারযোগ্য বোতলজাত পণ্যও মেলায় নিষিদ্ধ থাকবে। পরিবেশ ও বন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং বাংলা একাডেমি এই সিদ্ধান্ত ঘোষণা করেছেন। বইমেলার প্রস্তুতি চলছে সোহরাওয়ার্দী উদ্যানে এবং স্টল তৈরির কাজ চলছে পুরোদমে। প্রতিবছর মেলায় প্রায় ৫০ কোটি টাকার বই বিক্রি হয়, যা প্রায় হাজার খানেক স্টলে বিক্রি হয়। কিন্তু বেশির ভাগ বই পলিথিন বা প্রোপাইলিন ব্যাগে বিক্রি হতো, যা এবার নিষিদ্ধ করা হয়েছে। এর বদলে কাগজ বা কাপড়ের ব্যাগ ব্যবহারের প্রস্তুতি নিয়েছে পরিবেশ ও বন মন্ত্রণালয়। বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম জানিয়েছেন, মেলার নীতিমালা বাস্তবায়নে তারা সক্রিয়ভাবে কাজ করবেন। উল্লেখযোগ্য, ২০২4 সালের মধ্যে প্লাস্টিক দূষণ বন্ধের জন্য ১৯৩টি দেশ জাতিসংঘের সাথে চুক্তি করেছিল, তবে এই বিষয়ে তেমন কোনো অগ্রগতি হয়নি।