যেই গ্রামে নেই সড়ক, শিক্ষা প্রতিষ্ঠান কিংবা মসজিদ

যেই গ্রামে নেই সড়ক, শিক্ষা প্রতিষ্ঠান কিংবা মসজিদ
চাঁদপুরের কচুয়া উপজেলার ধৈয়ামুড়ি গ্রামটি বিলের মধ্যে প্রায় ১২ কিলোমিটার দূরে অবস্থিত, যেখানে রাস্তা, বিদ্যালয় কিংবা মসজিদের মতো মৌলিক সুবিধাগুলো নেই। গ্রামবাসীদের এই প্রয়োজনীয় সেবাগুলোর জন্য পার্শ্ববর্তী গ্রামে যেতে হয়, তাও আবার কাদা-পানি পেরিয়ে। যদিও স্থানীয় জনপ্রতিনিধিরা বিভিন্ন সময় আশ্বাস দিয়েছেন, তবে বাস্তবে কিছুই করা হয়নি, যার ফলে গ্রামের মানুষের দুর্ভোগ বেড়েছে। শতবর্ষী এই গ্রামে বর্তমানে আটটি পরিবার বসবাস করছে, মোট জনসংখ্যা ৪৩ জন, যাদের মধ্যে ২৪ জন ভোটার। এখানে কৃষিকাজের উপর নির্ভরশীল বাসিন্দাদের জন্য উন্নয়ন একেবারেই হয়নি, ফলে তারা দুর্দশার মধ্যে জীবনযাপন করছেন। রাস্তা না থাকায় বছরের অধিকাংশ সময় কাদা-পানি পেরিয়ে চলাচল করতে হয়, আর বর্ষাকালে একমাত্র যাতায়াতের মাধ্যম হলো নৌকা। গ্রামের বাসিন্দাদের মতে, স্কুল বা মাদ্রাসা না থাকায় তাদের সন্তানদের শিক্ষা লাভও কঠিন হয়ে পড়েছে। যাতায়াতের রাস্তার অভাবে মানুষের চলাচলে চরম অসুবিধা হচ্ছে, যার কারণে অনেকেই গ্রাম ছেড়ে শহরে চলে যাচ্ছে। তারা সরকারের কাছে দ্রুত রাস্তা নির্মাণের দাবি জানাচ্ছেন, যদিও এখনো কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। তবে, বিতারা ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. রাকিবুল ইসলাম জানিয়েছেন, তিনি গ্রামটির বিষয়ে খোঁজখবর নিয়ে দ্রুত রাস্তা নির্মাণের উদ্যোগ নেবেন।