দৌলতদিয়া-পাটুরিয়া-আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল শুরু

দৌলতদিয়া-পাটুরিয়া-আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল শুরু
ঘন কুয়াশার কারণে টানা চার দিন ধরে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া এবং মানিকগঞ্জের আরিচা ও পাবনার কাজিরহাট নৌপথে ফেরি চলাচল ব্যাহত হয়েছে। সর্বশেষ গতকাল রোববার দিবাগত মধ্যরাত থেকে দুই রুটে ফেরি বন্ধ হয়ে কয়েক ঘণ্টা পর আজ সোমবার সকাল থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। এতে দুর্ভোগে পড়তে হচ্ছে চালকসহ যাত্রীদের। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয় জানায়, কুয়াশার কারণে প্রায় ১১ ঘণ্টা বন্ধের পর গতকাল রোববার সকাল ৯টা ২০ মিনিট থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক হয়। অন্যদিকে প্রায় সাড়ে ৮ ঘণ্টা বন্ধের পর আরিচা-কাজিরহাট নৌপথেও ফেরি চলাচল স্বাভাবিক হয়। দিন শেষে গতকাল সন্ধ্যার পর থেকে পদ্মা নদীর অববাহিকায় আবারও কুয়াশা পড়তে থাকে। রাত যত গভীর হতে থাকে, কুয়াশার ঘনত্ব তত বাড়তে থাকে। একপর্যায়ে ঘন কুয়াশায় দুর্ঘটনার ঝুঁকি এড়াতে গতকাল রাত ১২টা ১০ মিনিট থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরিসহ অন্য নৌযান চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (বাণিজ্য) মোহাম্মদ সালাহ উদ্দিন জানান, এ সময় দৌলতদিয়া প্রান্তে সাতটি ফেরি এবং পাটুরিয়া ঘাট এলাকায় সাতটি ফেরি নোঙর করে থাকে। একই সঙ্গে কুয়াশার কারণে আরিচা-কাজিরহাট রুটেও গতকাল মধ্যরাত থেকে ফেরি চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (বাণিজ্য) আবদুস সালাম জানান, দুর্ঘটনার ঝুঁকি দেখা দিলে রাত ১২টা ৩০ মিনিট থেকে এ নৌপথে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। প্রায় সোয়া ৮ ঘণ্টা পর আজ সোমবার সকাল ৮টা ৪০ মিনিট থেকে এ নৌপথে কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হয়। কুয়াশার কারণে এই দুই নৌপথের পাশাপাশি এ অঞ্চলের আরেক নৌপথ রাজবাড়ীর ধাওয়াপাড়া ও পাবনার নাজিরগঞ্জ নৌপথে ফেরি চলাচলে বিঘ্ন হয়েছে বলে জানালেন আবদুস সালাম।