চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় অগ্রণী ব্যাংক পিএলসি ছেংগারচর বাজার শাখা থেকে ৭৫ লাখ ২০ হাজার টাকা আত্মসাতের ঘটনায় দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলা করেছে। মামলায় ব্যাংকের ক্যাশিয়ার দীপঙ্কর ঘোষকে আসামি করা হয়েছে। দুদকের চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আজগর হোসেন সোমবার মামলা করেন।
মামলার অভিযোগে জানা যায়, ব্যাংকের ব্যবস্থাপক মো. ইউসুফ মিয়া টাকা আত্মসাতের ঘটনা সম্পর্কে মতলব উত্তর থানায় অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে তথ্য যাচাই করে দুদক মামলার অনুমোদন দেয়।
পূর্বে, ১ সেপ্টেম্বর ব্যবস্থাপক ইউসুফ মিয়া অভিযোগ করেন যে দীপঙ্কর ঘোষ ব্যাংকে না আসার পর তাকে ফোন করে জানানো হয়েছিল, তার বাবা অসুস্থ, কিন্তু কিছুদিন পরেও তিনি ব্যাংকে ফিরে আসেননি। পরে ব্যাংকের ভল্ট খোলার চেষ্টা করলে ৭৫ লাখ ২০ হাজার টাকা কম পাওয়া যায়, যা আত্মসাৎ করা হয়েছিল।