ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের মিলনপুর গ্রামে এক অস্বাভাবিক ঘটনা ঘটেছে। স্বামী খোরশেদ তার স্ত্রীকে পরকীয়া প্রেমিক আনোয়ার হোসেনের সঙ্গে বিয়ে দেন, যা এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। খোরশেদ অনেক দিন ধরে সন্দেহ করছিলেন যে তার স্ত্রী আনোয়ারের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছেন, তবে তার কাছে সরাসরি কোনো প্রমাণ ছিল না।
এদিকে, ৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় খোরশেদ তার স্ত্রীর সঙ্গে আনোয়ারকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলেন। স্থানীয় লোকজন ঘটনাস্থলে আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে খোরশেদ তার স্ত্রীকে আনোয়ারের সঙ্গে বিয়ে দিয়ে দেন। মিলনপুর ইউনিয়নের ইউপি সদস্য আব্দুর রউফ জানান, অনেকেই এই সম্পর্কের কথা জানত, কিন্তু প্রমাণের অভাবে কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। তবে সোমবার সন্ধ্যায় খোরশেদ ঘটনাটি সরাসরি দেখে ফেলেন এবং পরে নিজের সিদ্ধান্তে তাদের বিয়ে দেন।
স্থানীয় বাসিন্দা মানিক হোসেন বলেন, আনোয়ার ও খোরশেদের স্ত্রীর সম্পর্ক নিয়ে অনেকবার সালিসি বৈঠক অনুষ্ঠিত হয়েছে, কিন্তু প্রমাণের অভাবে কোনো কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি। এবার খোরশেদ তাদের ধরে ফেলেন এবং এলাকার সামনে তাদের বিয়ে দিয়ে দেন। জানা গেছে, এই দম্পতির একটি সন্তানও রয়েছে, যিনি স্থানীয় মাদ্রাসায় পড়াশোনা করছেন।