যমুনা সেতুতে বেড়াতে গিয়ে দুই বন্ধুর মৃত্যু

যমুনা সেতুতে বেড়াতে গিয়ে দুই বন্ধুর মৃত্যু
যমুনা সেতুতে বেড়াতে গিয়ে টাঙ্গাইলের কালিহাতীতে অজ্ঞাত গাড়ির চাপায় দুই বন্ধু নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-যমুনা সেতু মহাসড়কের কালিহাতীর চরভাবলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতদের নাম রাকিব (২৮) ও রিজভী (২৭), তারা টাঙ্গাইল শহরের বাসিন্দা ছিলেন বলে জানানো হয়েছে। তবে তাদের পূর্ণ ঠিকানা এখনও জানা যায়নি। যমুনা সেতু থানার এসআই রাইজ উদ্দিন জানিয়েছেন, নিহত দুই বন্ধু সেতু এলাকায় বেড়াতে এসে পরে মোটরসাইকেলযোগে টাঙ্গাইল ফিরে যাচ্ছিলেন। যখন তারা কালিহাতীর চরভাবলা পৌঁছান, একটি অজ্ঞাত গাড়ি তাদের চাপা দেয় এবং ঘটনাস্থলেই দুই বন্ধুর মৃত্যু হয়। পুলিশ দুর্ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ দুটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।