সিরাজগঞ্জের বেলকুচিতে মৌমাছির কামড়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের সগুনা কালিবাড়ী গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
মৃত কৃষক আনছর আলী (৪২) উপজেলার ভাঙ্গাবাড়ী ইউনিয়নের জোকনালা গ্রামের সাদেক আলী সরকারের ছেলে। তিনি বিকেলে ধানের চারা তুলতে মাঠে যাচ্ছিলেন, তখন একটি মৌমাছির ঝাঁক তাকে আক্রমণ করে। এতে তিনি গুরুতর আহত হন এবং মুমূর্ষু অবস্থায় স্থানীয়দের সহায়তায় বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. একেএম মোফাখখারুল ইসলাম জানান, আনছর আলী হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ পরবর্তীতে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।