স্ত্রীর সঙ্গে মনোমালিন্য , স্বামীর বিষপান

স্ত্রীর সঙ্গে মনোমালিন্য , স্বামীর বিষপান
গাইবান্ধার সাদুল্লাপুরে এক ক্ষুদ্র ব্যবসায়ী, আব্দুল হালিম মন্ডল (৫০), স্ত্রী চায়না বেগমের সঙ্গে পারিবারিক ঝগড়া করে বিষপান করে মারা গেছেন। রবিবার দুপুরে উপজেলার বনগ্রাম ইউনিয়নের কিশামত শেরপুর এলাকায় এ ঘটনা ঘটে। আব্দুল হালিম শেরপুর নতুন বাজারে মুদির দোকান দিয়ে ব্যবসা করতেন। সম্প্রতি স্ত্রীর সঙ্গে তার মনোমালিন্য হয়, এবং এর পর তিনি অভিমানে বিষপান করেন। বিষয়টি জানাজানি হওয়ার পর পরিবারের সদস্যরা তাকে সাদুল্লাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে রংপুর হাসপাতালে নিয়ে যান, কিন্তু সেখানে তার মৃত্যু হয়। সাদুল্লাপুর থানার ওসি তাজউদ্দিন খন্দকার জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করেছে