বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষায় অংশগ্রহণ করল মেয়ে

বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষায় অংশগ্রহণ করল মেয়ে
সড়ক দুর্ঘটনায় বাবা নিহত হওয়ার পরেও ডিগ্রি পরীক্ষায় অংশ নিয়েছেন মনিষা রানী বিশ্বাস। বৃহস্পতিবার বরগুনার বামনা সরকারি কলেজ কেন্দ্রে গার্হস্থ্য অর্থনীতি বিষয়ে পরীক্ষা দেন তিনি এবং পরে পরীক্ষা শেষে বাবার অন্ত্যেষ্টি ক্রিয়ায় অংশ নেন। মনিষার বাবা, নির্ঝর কান্তি বিশ্বাস ননী, দৈনিক খোলাকাগজ পত্রিকার বামনা উপজেলা প্রতিনিধি ছিলেন এবং বামনা সদরে বন্ধুজন মোবাইল সেন্টার নামে একটি ব্যবসা পরিচালনা করতেন। গত মঙ্গলবার, ব্যবসার কাজে মোটরসাইকেলে যাওয়ার সময় একটি পুলিশের পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল ও ঢাকায় স্থানান্তর করা হলেও শেষ পর্যন্ত তার মৃত্যু হয়। এ ঘটনায় পরিবারের সদস্যরা গভীর শোকে নিমজ্জিত হয়েছেন। বামনা প্রেসক্লাবের সভাপতি আবু নাসের মোহাম্মদ গোলাম কিবরিয়া বলেন, এই ঘটনা অত্যন্ত মর্মান্তিক এবং নিহত সাংবাদিক ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। মনিষা, তার দুই কন্যা সন্তান নিয়ে এখন অপ্রত্যাশিত বিপদে পড়েছেন। কলেজের অধ্যক্ষ মো. হাবিবুর রহমান জানান, মনিষা তার বাবার মৃত্যুর পরও পরীক্ষায় অংশ নিয়েছেন, এবং তারা এই শোকগ্রস্ত অবস্থায় তার পাশে আছেন।