মধ্যরাতে রাস্তায় গাছ ফেলে ডাকাতি

মধ্যরাতে রাস্তায় গাছ ফেলে ডাকাতি
নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর-সাপাহার সড়কের মানাষী ও করমজাইয়ের মাঝামাঝি এলাকায় গত ২২ জানুয়ারি রাত সাড়ে ১১টার দিকে ডাকাতির ঘটনা ঘটে। সংঘবদ্ধ ডাকাত দল সড়কে গাছ ফেলে বিআরটিসি বাস ও একটি মাইক্রো গাড়ি থামিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে নগদ টাকা, মোবাইল ফোন এবং অন্যান্য মালামাল লুটে নেয়। ডাকাতির পর, গাড়ির গ্লাস ভেঙে তারা পালিয়ে যায়। পত্নীতলা থানার ডিউটি অফিসার এসআই মেহেদী হাসান জানান, বিআরটিসি বাস সাপাহারের দিকে যাচ্ছিল এবং সড়ক ব্লক করার পর ঘটনাটি ঘটে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ডাকাতরা কিছু মালামাল নিয়ে চলে যায়। তদন্তের মাধ্যমে যাত্রীদের কী পরিমাণ মালামাল লুট হয়েছে তা জানা যাবে, এবং দ্রুত সময়ের মধ্যে ডাকাতদের গ্রেপ্তার করার আশা প্রকাশ করেছেন তিনি। ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও রাস্তায় চলাচলকারীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। তারা পুলিশের টহল জোরদার করার দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এমন ঘটনা এড়ানো যায় এবং জানমালের নিরাপত্তা নিশ্চিত করা যায়। আইনশৃঙ্খলা বাহিনীকে আরো সতর্ক থাকার আহ্বানও জানানো হয়েছে।