বাবার পরিবর্তে চাচাকে পিতা বানিয়ে মুক্তিযোদ্ধা ভাতা আত্মসাৎ

বাবার পরিবর্তে চাচাকে পিতা বানিয়ে মুক্তিযোদ্ধা ভাতা আত্মসাৎ
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বাগানবাজার ইউনিয়নে একটি প্রতারণার ঘটনা ঘটেছে, যেখানে ভাতিজা আবদুস শুক্কুর তার মৃত চাচা মুক্তিযোদ্ধা বসু মিয়াকে পিতা বানিয়ে তার মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা আত্মসাৎ করেছেন। শুক্কুর ২০১৪ সালে চাচাকে বাবা সাজিয়ে একটি ভুয়া এনআইডি তৈরি করেন এবং সেই এনআইডি দিয়ে ২০১৫ সাল থেকে মুক্তিযোদ্ধা ভাতা তুলতে থাকেন। এ প্রক্রিয়ায় তিনি ইউনিয়ন পরিষদের সচিব ও মুক্তিযোদ্ধা কমান্ডারের কাছ থেকে মাসোয়ারা নিতেন বলে দাবি করেছেন। এই প্রতারণার বিষয়টি জানাজানি হলে, স্থানীয় পল্লী চিকিৎসক শহিদুল ইসলাম ভুঁইয়া, ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার মো. ইলিয়াছ ও ইউনিয়ন পরিষদের সচিব বখতিয়ার উদ্দিনের নামও উঠে আসে। তবে তারা এসব অভিযোগ অস্বীকার করেছেন। শুক্কুর নিজেও ৫০ হাজার টাকার বিনিময়ে শহিদুলের সহায়তায় এনআইডি তৈরি করেছিলেন এবং সেই ভুয়া এনআইডি দিয়ে ভাতা তুলতেন। স্থানীয় ইউনিয়ন পরিষদের সচিব বখতিয়ার উদ্দিনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে, তিনি শুক্কুরকে রক্ষার জন্য একটি প্রত্যয়নপত্র ইস্যু করেছেন, যেখানে উপজেলা প্রশাসকের স্বাক্ষরও ছিল না। এই ঘটনায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও স্থানীয় ইউপি সদস্য আবুল কাসেম মেম্বার বলেন, সচিবের অনিয়মের বিষয়টি আগামী মাসে ইউনিয়নের মাসিক সভায় উত্থাপন করা হবে।