বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মুনতাসির আল জেমি জেলখানা থেকে পালিয়েছেন। যদিও এই ঘটনা ঘটেছিল গত ৫ আগস্ট, তবে ৬ মাস পর সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিষয়টি প্রকাশিত হয়েছে বলে জানান আবরার ফাহাদের ছোট ভাই আবরার ফাইয়াজ।
কারা কর্তৃপক্ষের দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আবরার হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মুনতাসির আল জেমি ২০২ জন বন্দির সঙ্গে একত্রে ২০২১ সালের ৬ আগস্ট গাজীপুরের হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়ে যায়। পালানোর সময় ৮৭ জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দি ছিল তার সঙ্গে। কারা কর্তৃপক্ষ জানায়, এ ঘটনায় গত ১৫ আগস্ট কোনাবাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছিল এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছিল।
এছাড়াও, কারা কর্তৃপক্ষ জানায়, সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সম্মিলিত প্রচেষ্টায় ৩৫ জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দি সহ ৫১ জন বন্দিকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। বর্তমানে মুনতাসির আল জেমির গ্রেফতারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, আবরার ফাহাদ হত্যা মামলায় মোট ২২ বন্দি কারাগারে এসেছিলেন, এর মধ্যে বর্তমানে ২১ জন বন্দি কারাগারে রয়েছে।