রাজধানীর পুরানা পল্টনের জামান টাওয়ারে আগুনের ঘটনা ঘটে, তবে ফায়ার সার্ভিস তা নিয়ন্ত্রণে আনে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) ভোর ৫টা ৩৪ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়। ফায়ার সার্ভিস জানায়, জামান টাওয়ারের চতুর্থ এবং পঞ্চম তলায় আগুন লাগে, যা সকাল ৭টা ৩৫ মিনিটে নিয়ন্ত্রণে আসে।
ঘটনাস্থলে ফায়ার সার্ভিস মোট ১৪টি ইউনিট পাঠালেও আগুন নিভাতে কার্যকরী ভূমিকা পালন করেছে ৯টি ইউনিট। এই অগ্নিকাণ্ডের ঘটনায় দুই পুরুষকে উদ্ধার করা হয়েছে।
ঝুঁকিপূর্ণ পরিস্থিতি বিবেচনায় ১৪টি ইউনিট পাঠানো হলেও, পাঁচটি ইউনিট কাজ করতে হয়নি। আগুন নিয়ন্ত্রণে আসার পর এখনো ড্যাম্পিং ডাউন কাজ চলমান রয়েছে, এবং মোট ৯টি ইউনিট এই কাজ করছে।