সোনা বলে ওরে লোহা - কবিতা সোনা ও লোহা

সোনা বলে ওরে লোহা - কবিতা সোনা ও লোহা

 সোনা বলে ওরে লোহা কবি মোঃ জুয়েল রানা

সোনা বলে ওরে লোহা

তুইতো অতি কালো

সমাজেতে দেখনা চেয়ে 

তোর চেয়ে অামি ভালো ৷

অামি যে তোর বউয়ের অঙ্গে

রূপের অালো ঢালী

ঘৃনায় তোরে  মুখ ফিরে নিই

তুইতো অতি কালী ৷

মানি গুনী সমাজ পতি

সবাই রাখে ধরে

তোর বউযে যত্ন করে 

রাখে গলায় পরে ৷

তাইতো বলি শুনরে লোহা

অামার কথা ধর

জনাব বলে হাত উচিয়ে

অামায় ছালাম কর ৷

লোহা বলে ওরে সোনা

শুনরে লক্ষি ছোরা

স্বর্ণকারে পোড়ায় তোরে

 পিঠায় অামার ধারা ৷

কাচি হয়ে কাটি তোরে

রূপ যে করি দান

সিন্দুকেতে অাটকে রাখি

রক্ষা করি প্রাণ ৷

তোর কারণে সমাজে অাজ

ঘটছে হানাহানি

তোকে নিয়ে ছিনতাইকারী

করছে টানাটানী ৷

শুনরে সোনা তোর অহংকারে

পতন ডেকে অানে

অামার কদর তুই কি জানিস

ইন্জিনিয়ার জানে ৷

সোনা বলে ও ভাই লোহা

এবার অামি সরি

লোহা বলে অায়রে তবে

সুশীল সমাজ গড়ি ৷