হিমেল হাওয়া আর ঘন কুয়াশায় শীতের তীব্রতা বেড়েছে উত্তরাঞ্চলে । ভোর থেকে সূর্যের দেখা না মেলায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। সবচেয়ে বেশি কষ্টে আছেন নিম্নআয়ের মানুষ। আবহাওয়া অফিস বলছে, শীতের এই দাপট থাকবে আরও কয়েকদিন। রাত পেরিয়ে সকাল তবুও কুয়াশার চাদরে মোড়া প্রকৃতি।
বেলা বাড়লেও সূয্যি মামার দেখা মিলছে না উত্তরাঞ্চলে । মহাসড়কে খানিক দূরের পথও নজরে আসে না। বাস-ট্রাকসহ সব ধরনের যানবাহন চলছে হেডলাইটের আলোয়। গত দুদিনে মেহেরপুরে তাপমাত্রা কমেছে প্রায় ৫ ডিগ্রি সেলসিয়াস। প্রচণ্ড শীতে বাইরে বের হতে পারছেন না খেটে খাওয়া মানুষ ।
খড়খুটো জ্বালিয়ে তাই উষ্ণতা পাবার চেষ্টা কারো কারো । রাত যত গভীর হয় ততই বাড়তে থাকে শীতের দাপট, সাথে হিম বাতাস। সামর্থ না থাকায় পাতলা কাপড় দিয়েই হাড়কাঁপানো শীত পার করছেন অনেকে। এমন পরিস্থিতিতে গরম কাপড়ের দোকানে ভিড় করছে সব শ্রেণির লোকজন। ফুটপাতের দোকানেও বেড়েছে বিকিকিনি ।
আবহাওয়া অফিস বলছে, শীতের এই তীব্রতা থাকতে পারে আরও কয়েকদিন সাথে মৃদু শৈত্য প্রবাহ। চলতি মাসে আরও দুবার মৃদু থেকে মাঝারি শৈত্য প্রবাহ বয়ে যাবে প্রকৃতিতে।