আশুলিয়ায় সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এক কিশোরী। ভুক্তভোগী কিশোরীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। ১২ জানুয়ারি শুক্রবার আনুমানিক রাত আটটার দিকে আশুলিয়ার ভাদাইল এলাকা থেকে পথচারীরা ওই কিশোরী উদ্ধার করে থানা নিয়ে আসেন। প্রাথমিকভাবে জানা গেছে, ওই কিশোরী পরিবারের সঙ্গে ভাদাইল এলাকায় ভাড়া থাকেন। তিনি একটি পোশাক কারখানার শ্রমিক।আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মমিনুল হক জানান, রাতে পথচারীরা ভুক্তভোগীকে থানায় নিয়ে আসেন। তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়। এসআই আরও জানান, প্রাথমিকভাবে চিকিৎসকেরা সংঘবদ্ধ ধর্ষণের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কীভাবে ঘটনাটি ঘটেছে বা কারা জড়িত রয়েছে জানা যায়নি। কিশোরী সুস্থ হলে এ বিষয়ে আরও বিস্তারিত জানা যাবে।