রাজশাহী নগরে এক কলেজছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার নগরের ডাশমারি এলাকার নিজ বাড়ি থেকে রিতু খাতুনের (২০) লাশ উদ্ধার করা হয়।
রিতু মতিহার থানার ডাশমারী পূর্বপাড়া মহল্লার মৃত নেকবর হোসেনের মেয়ে। তিনি কমেলা হক ডিগ্রি কলেজের ছাত্রী ছিলেন।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এক তরুণীসহ দুই জনকে আটক করেছে পুলিশ।
নিহত রিতুর পরিবারের বরাত দিয়ে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান জানান, স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্রী রিতু নেশাগ্রস্ত ছিলেন। শুক্রবার দিবাগত রাতে মির্জাপুর কিন্ডার গার্টেন স্কুলের দ্বিতীয় তলায় বান্ধবী সুরমা খাতুনের বাসায় মদপান করে রিতু। সকালে অসুস্থ হয়ে পড়লে রিতুর মাকে খবর দেন সুরমা। বাড়িতে যাওয়ার পর রিতু মারা যান।
তবে একটি সূত্র জানিয়েছে ওই কলেজছাত্রী প্রায়ই এক তরুণীর বাসায় গিয়ে মদপান করতেন। শুক্রবার রাতেও তিনি ওই তরুণীর বাসায় গিয়ে মদপান করেছে। এসময় অতিরিক্ত মদপানের কারণে তিনি মৃত্যুবরণ করেছেন। এঘটনায় ওই তরুণীসহ দুইজনকে আটক করেছে পুলিশ।
লাশ উদ্ধারের সময় তার শরীরে মদের গন্ধ পাওয়া গেছে। এছাড়াও সুরমার বাড়িতে যে ঘরে রিতু ছিলেন সেখানেও মদের বোতল পাওয়া গেছে বলে জানিয়েছেন ওসি।
ওসি আরো বলেন, রাজশাহী মেডিকেল কলেজের মর্গে রিতুর লাশের ময়নাতদন্ত করা হবে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর কারণ নিশ্চিতভাবে বলা যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।