২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের জন্য ভারত সরকার কর্তৃক প্রদেয় বার্ষিক শিক্ষাবৃত্তির জন্য স্নাতক তৃতীয় ও চতুর্থ বর্ষে বাংলাদেশে অধ্যয়নরত মুক্তিযোদ্ধা সন্তানদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে।
স্থান: বাংলাদেশ
সুযোগ সুবিধাসমূহ
একজন শিক্ষার্থীকে তার তৃতীয় এবং চতুর্থ বর্ষের কোর্স ফি বাবদ বার্ষিক ২৪,০০০ টাকা প্রদান করা হবে।
আবেদনের যোগ্যতা
জিপিএ ৩ অথবা এর অধিক প্রাপ্ত হতে হবে।
সরকার স্বীকৃত কোন বিশ্ববিদ্যালয়ে অধ্যনরত হতে হবে।
বিগত বছরে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের ক্ষেত্রে গ্রহণযোগ্য জিপিএ এবং পূর্বোক্ত একাডেমিক বর্ষে উত্তীর্ণ হওয়ার প্রমাণ পত্রসমেত পুনরায় আবেদন করতে হবে।
পারিবারিক আয় মাসিক ১৫,০০০ টাকার কম হতে হবে।
যেসকল স্থানের প্রার্থীদের জন্য প্রযোজ্য: বাংলাদেশ
আবেদন পদ্ধতি
ইংরেজিতে আবেদন করতে হবে উল্লিখিত ফরম্যাট অনুসারে)।
আবেদনকারীর এক কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি জমা দিতে হবে।
মাসিক পারিবারিক আয়ের সনদ জমা দিতে হবে (গ্রামের চেয়ারম্যান/ ইউএনও/কোন প্রথম শ্রেণির গ্যাজেটেড অফিসারের দ্বারা সত্যায়িত )।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার থেকে প্রাপ্ত (ইস্যুকৃত) মুক্তিযোদ্ধা সনদের কপি।
প্রতিষ্ঠানের নাম, ভর্তির প্রমাণ পত্র এবং সত্যায়িত মার্ক শীট (SSC ও HSC) জমা দিতে হবে।
ভোটার আইডি কার্ড/ জাতীয় পরিচয়পত্র/ স্টুডেন্ট আইডি কার্ড- এর ফটোকপি জমা দিতে হবে।
বিঃদ্রঃ – ৩১ জানুয়ারি ২০১৮ এর মধ্যে আবেদনকারীকে তার আবেদন পত্র সরাসরি এই ঠিকানায় পাঠাতে বলা হল-
ডিফেন্স উইং, ভারতীয় হাই কমিশন,
প্লট নং ১-৩, পার্ক রোড,
বারিধারা,
ঢাকা- ১২১২, বাংলাদেশ।
আবেদনের শেষ তারিখ: জানুয়ারি ৩১, ২০১৮ (১৩ দিন বাকি)