আগামী ২২ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে দেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের প্রদর্শনী বেসিস সফট এক্সপো-২০১৮। চার দিনব্যাপী এই প্রদর্শনী অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি)।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) আয়োজিত তথ্যপ্রযুক্তির বৃহত্তম এই প্রদর্শনীতে এবার প্রায় ২০০ দেশি-বিদেশি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিষ্ঠানের জন্য পণ্য ও সেবা প্রদর্শনের সুযোগ থাকছে।
প্রদর্শনী এলাকাকে পাঁচটি ভাগে ভাগ করা হয়েছে। এ ছাড়াও থাকছে ৩০টিরও বেশি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সেমিনার। যেখানে বক্তব্য দেবেন শতাধিক দেশি-বিদেশি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিশেষজ্ঞ।
এ ছাড়াও থাকবে দেশি-বিদেশি ব্যবসায়ীদের জন্যে বি-টু-বিম্যাচমেকিং সেশন। পাশাপাশি থাকবে আইটি জব ফেয়ার (তথ্য ও যোগাযোগ ক্ষেত্রে চাকরি বিষয়ক মেলা), ডিজাইনার্স কনফারেন্স ইত্যাদি।
এ লক্ষ্যে বেসিস অডিটোরিয়ামে আগামী সোমবার সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন বেসিসের সভাপতি সৈয়দ আলমাস কবীর, বেসিসের পরিচালক ও সফট এক্সপো ২০১৮ এর আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সোহেল।