লালমনিরহাটে প্রেম করে বিয়ে করার অপরাধে এক গৃহবধূকে মারধর করে গোপনাঙ্গে মরিচের গুঁড়া দিয়ে ঘরে তালাবদ্ধ করে নিযার্তনের অভিযোগ পাওয়া গেছে।
গত মঙ্গলবার বিকেলে আদিতমারীতে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, আড়াই বছর আগে প্রেমের সম্পর্কের মাধ্যমে বালাটারী গ্রামের বাদশা আলমের সঙ্গে একই উপজেলার রথের পাড় এলাকার জেসমিন আক্তারের বিয়ে হয়।
কিন্তু তাদের এ বিয়ে মেনে নিতে পারেনি স্বামীর ভাইয়েরা। প্রায়ই জেসমিনের উপর তারা নির্যাতন করতো। মঙ্গলবার বিকেলে স্বামীর অনুপস্থিতিতে তার দুই ভাই তাকে লোহার রড দিয়ে বেধড়ক পিটিয়ে আহত করে। পরে তার শরীরের বিভিন্ন স্থানে মরিচের গুঁড়া ঢেলে দেয়া হয় বলে অভিযোগ করেন ওই গৃহবধূ।
খবর পেয়ে পুলিশ গিয়ে জেসমিনকে উদ্ধার করে। বুধবার বিকেলে আহত ওই গৃহবধূকে উদ্ধার করে প্রথমে আদিতমারী হাসপাতালে পরে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে, এ ঘটনায় গতকাল রাতে গৃহবধূর স্বামী বাদী হয়ে ৫ জনকে আসামি করে আদিতমারী থানায় একটি মামলা করেন।