ইউরোপ

ব্রিটেনের এক শল্য চিকিৎসক কারাগারে, অস্ত্রোপচারের সময় লিভারে নামের অদ্যাক্ষর লিখার দায়ে

অস্ত্রোপচার করার সময় দুই রোগীর লিভারে নিজের নামের প্রথম অক্ষর লিখে দিলেন ব্রিটেনের এক শল্য চিকিৎসক। চিকিৎসকের নাম সাইমন ব্রামহল। তাঁর বিরুদ্ধে রোগীদের শারীরিক ক্ষতি করার অভিযোগ আনা না হলেও, রোগীদের শরীরে বেআইনিভাবে আঘাত করার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

বড়দিনে মাতোয়ারা শীতমোড়া লন্ডন

ডিসেম্বরের শেষে লন্ডন যাচ্ছি শুনে অনেকেই আঁতকে উঠে বলেছিলেন -“ওই ঠান্ডায় !!”