টাকা না দেওয়ায় ১৫ দিনের বাচ্চা পানিতে ডুবিয়ে মেরে ফেললো হিজরা
আজকে দুপুরে আনুমানিক প্রায় একটার দিকে ঘটনাটি ঘটেছে যাত্রাবাড়ীর শনি আখড়ার শেখদী এলাকায়। দুপুরে যখন কেউ বাসায় ছিলোনা তখন হিজলারা বাসায় আসে। আর তখন বাচ্চার মা বাসায় একা ছিলো। এইখা বলে রাখা ভালো বাচ্চার মা একজন বোবা..
হিজলারা বাসায় এসে টাকা দাবী করে। আর টাকা না দিলে মাকে বেধে বাচ্চাকে টয়লেটের বালতিতে উপুড় করে ফেলে তালা মেরে চলে যায়। প্রায় ১০ মিনিট পর তালা ভেঙ্গে বাচ্চাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়..
আর যখন ঘটনাটি ঘটেছে তখন এলাকায় মহিলারা ছাড়া কেউ ছিলোনা। ছবিতে পিঙ্ক ড্রেস পরা হিজলাটাকে লোকজন ধরে নিয়ে আসছে।